দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নব গঠিত স্কাউটস কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষে স্থানীয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এর মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সারোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, তথ্য অফিসার জান্নাত আরা পপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ইউএনও রাজীব-উল-আহসান বলেন, স্কাউট একটি সুসংগঠিত সংগঠন। স্কাউট করলে মানবিকতা শেখা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের রোভাররা প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে তাদের মানবিক কাজের জন্য। দেশের ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প প্রবন এলাকায় দ্রুত উদ্ধার কাজে সাড়া দেয়ার লক্ষ্যে ডিজাস্টার রেসপন্স টিম হিসেবে স্কাউটের ভুমিকা প্রশংশনীয়। সে জন্য নবীন শিক্ষার্থীদের স্কাউটের সঙ্গে সম্পৃক্ত রাখতে স্কুল শিক্ষকদের আহবান জানান।