দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, সমাজের বিভিন্ন সমস্যা ও নানাবিধ ফিচার তৈরী করে পত্রিকায় তুলে ধরার জন্য সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন।
এ উপলক্ষে স্থানীয় আদিবাসী অডিটরিয়ামে উপজেলার সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে এর হ্যালোআইএম প্রকল্প। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, ওসি তদন্ত মীর মাহবুব, সমাজসেবক নিত্যানন্দ গোস্বামী নয়ন, সমৃদ্ধি প্রকল্প সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, রুপন কুমার সরকার, সুশিল সমাজের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সহ স্কুলের শতশত শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক হচ্ছেন সমাজের দর্পন, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশ প্রতিটি সংবাদ কর্মীর দায়িত্ব। আমরা দীর্ঘদিন অবলোকন করে বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষনের মাধ্যমে দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন কে নির্বাচিত করেছি। আমরা তাঁর সাফল্য কামনা করছি।