দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণা দুর্গাপুরে আসন্ন পৌরসভার নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছে। রোববার রাতে দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বুরুঙ্গা গ্রামে খেটে খাওয়া সাধারণ মানুষদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সিপিবি উপজেলা শাখার আয়োজনে সাবেদ আলী মন্ডলের সভাপতিত্বে ও কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, সিপিবি মেয়র প্রার্থী শামসুল আলম খান, বাংলাদেশ যুব ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কাজল সরকার, প্রধান শিক্ষক আজিজুল হক, স্থানীয় গ্রাম প্রতিনিধি আবু হানিফ, এরশাদুল হক, আনোয়ার হোসেন, মোকলেছুর রহমান প্রমুখ।
সিপিবি‘র এর নির্বাচনী সভায় বক্তারা বলেন, “কাস্তে মার্কা” শুধু সিপিবি‘র এর প্রতীক নয়। এটা সর্বস্তরের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতিক। অত্র এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। সেইসব সাধারণ মানুষের অধিকার নিয়ে সিপিবি সব সময় কথা বলে, সিপিবি মেহনতি মানুষের কথা বলে, শোষনহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, তাই আমি সিপিবি মনোনীত প্রার্থী হিসেবে আগামী দুর্গাপুর পৌরসভার নির্বাচনে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জন-দুর্ভোগমুক্ত পৌরসভা গড়ার লক্ষ্যে “কাস্তে মার্কা” প্রতিকে আপনাদেরই পরীক্ষিত সৈনিক শামসুল আলম খান কে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে আহবান জানান।