দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ধর্ষন ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টংক স্মৃতিসৌধ চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘‘দুঃশাসনের বিরুদ্ধে-রুখে দাঁড়াও একসাথে’’ এই স্লোগানকে সামনে রেখে কর্মী সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, সিপিবি উপজেলা শাখার সভপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, বাছাইউ‘র নেত্রকোনা জেলা কমিটি সভাপতি পার্থ প্রতীম সরকার, বাযুইউ‘র জেলা কমিটি সভাপতি আবুল কাইয়ুম আহমেদ, নারীনেত্রী তাসলিমা বেগম, হেনা আক্তার, বাযুইউ‘র উপজেলা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা সিপিবি‘র সাবেক সাধারণ সম্পাদক কমরেড শামছুল আলম খান, উপজেলা সিপিবি‘র সাবেক সভাপতি কমরেড সোহরাব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সুস্থ্য ধারার রাজনীতির কোন পরিবেশ নাই। দেশে যেহারে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, ভোটচুরি ও ধর্ষন চলছে তা অতিতের সকল রেকর্ড ভঙ্গ করা হয়েছে। সামনে পৌরসভা সহ ইউনিয়ন নির্বাচন আসছে। আমাদের চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। আমাদের আর বসে থাকার সময় নাই। মাথায় ঘাম পায়ে ফেলে কৃষক দেশের খাদ্য চাহিদা পুরণ করেন, আর তারই মেধাবী ছেলে বঞ্চিত হচ্ছে উন্নত লেখাপড়া থেকে, আসুন আমরা রুখে দাঁড়াই। এ বৈষম্য আর চলতে দেয়া যাবে না। এ সমস্ত অন্যায় গুলো রুখতে অত্র উপজেলার সকল গ্রামে গ্রামে সকল শ্রেনী পেশার মানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।