দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্গাপুর পৌরসভার বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলা উদ্দিন আলাল স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে তাঁর বাস ভবনে এ মতবিনিময় করা হয়।
আসন্ন পৌরসভা নির্বাচনে আ‘লীগ দলীয় মনোনীত প্রার্থী আলা উদ্দিন আলাল স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আধুনিক, ডিজিটাল ও পরিকল্পিত নাগরিক সেবা প্রদানের লক্ষে এক ইশতেহার ঘোষনা করেন। এতে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২৬ ধরনের নাগরিক সেবা প্রদান করবেন মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আওয়ামীলীগ নেতা ধনেশপত্র নবীশ, বিপ্লব কৃষ্ণ রায় প্রমুখ।
মতবিনিময় সভায় আলাল বলেন, আমার দুর্গাপুর পৌরসভার জনগণের সেবা করার জন্য আমি এবার দলীয় মনোনয়ন পেয়ে মেয়র প্রার্থী হয়েছি। পৌরসভাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নারী নির্যাতন মুক্ত পরিবেশবান্ধব সমাজ গড়ার লক্ষ্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমি মেয়র নির্বাচিত হলে, দুর্গাপুর পৌরসভা কে একটি আধুনিক পৌরসভা হিসেবে রুপ দিতে আপনাদের সকলকে নিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে –
০১. দুর্গাপুর পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নীত করা
০২. পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা
০৩. মজবুত টেকসই রাস্তাঘাট ও ব্রিজ নির্মান করা
০৪. যানজট নিরসনে বাইপাস নির্মান করা
০৫. আধুনিক বাস-ট্রাক টারমিনাল নির্মান
০৬. বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করণ
০৭. আধুনিক পৌরমার্কেট নির্মান ও বাজার উন্নয়ন
০৮. আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ
০৯. সড়ক বাতির মজবুত কার্যক্রম বাস্তবায়ন করা
১০. মসজিদ, মন্দির, গির্জা ও কবরস্থান, শ্মশানঘাটের উন্নয়ন করা
১১. পৌরবাসীদের বিনোদনের জন্য পার্ক নির্মান
১২. পৌর কর, ট্রেড লাইসেন্স, ভাড়ায় চালিত রিক্সার ভ্যাট কার্যক্রম সহনীয় রেখে ডিজিটালাইজেশন করন।
১৩. নেশা, মাদক ও যানজট মুক্ত নগর গঠন করা।
১৪. পৌর নাগরিক ও পথ চলাচল কারীদের জন্য গনসৌচাগার নির্মাণ।
১৫. বর্জ অপসারনের জন্য প্রত্যেক মহল্লায় ডাস্টবিন নির্মাণ।
১৬, দারিদ্রতা নিরসনে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ।
১৭. সু›্দর সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ।
১৮. দেশ ও সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করন।
১৯. নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করন।
২০. বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসন করণ।
২১. খেলাধুলার উন্নয়নে খেলার মাঠের পুন সংঙ্কার করন।
২২. নাগরিক সমাজের পরামর্শকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রনয়ন। ৎ
২৩. বীর মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুপ করন।
২৪. জাতির শ্রেষ্ঠসন্তান ও শহীদদের নামে রাস্তার নামাকরন করা।
২৫. পৌর সভার পরিত্যাক্ত পুকুর গুলোকে ব্যবহার উপযোগি করে গড়ে তোলা।
২৬. পৌরসভার সকল এলাকা সি.সি ক্যামেরার আওতাভুক্ত করণ।