দুর্গাপুর(প্রতিনিধি)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রার্থীতা ঘোষনা করলেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক। শনিবার রাতে দুর্গাপুর প্রেসক্লাবে কর্মী ও সমর্থকদের নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে তার প্রার্থীতা ঘোষনা করেন।
এ সময় শফিকুল ইসলাম বলেন , আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, দুর্গাপুরকে সন্ত্রাস, যানযটমুক্ত উন্নত ড্রেনেজ ব্যবস্থা, শহরের বাইপাস রাস্তা, আধুনিক পৌর বাসস্যান্ড নির্মান, কর্র্মসংস্থান, মাদকমুক্ত ও নাগরিক সমাজর পরামর্শকে প্রাধান্য দিয়ে ভবিষ্যত পরিকল্পনা প্রনয়ন সহ একটি সুন্দর আধুনিক পৌরসভা প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন। আমি ও আমার পরিবার শুরু থেকে আওয়ামীলীগের রাজনীতি করছি, আমার বিশ^াস দল আমাকেই মনোনয়ন দিবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। সেই দলের নির্দেশনা মোতাবেক আমাদের চলতে হবে। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তবুও আমি নৌকা মার্কার নির্বাচন করে দলীয় প্রার্থীর সাথে কাজ করবো।