দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন তহবিল থেকে ৩টি এতিম খানা, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন সম্প্রদায়ের এতিমদের প্রায় ২৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং বিভিন্ন এলাকার ৪০জন ভিক্ষুকদের খাদ্য সহায়তা করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে সহায়তা কার্যক্রমে অন্যদের মধ্যে ইউএনও ফারজানা খানম, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা যুবলীগ সহ:সভাপতি পাভেল চৌধুরী, আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর, কৃষি কর্মকর্তা এবিএম রেজুয়ান উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, ৩টি এতিম খানায় ১১লক্ষ ৫০ হাজার, ৮জন তৃতীয় লিঙ্গের সদস্যদের ১৬ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী ১২জন শিক্ষার্থীদের ৪৮ হাজার, বিভিন্ন সম্প্রদায়ের ৯৪জন এতিম শিক্ষর্থাদের প্রত্যেককে ১২ হাজার টাকা ও বিভিন্ন এলাকার ৪০জন ভিক্ষুকদের খাদ্য সহায়তা সহ প্রায় ২৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বেশ কিছু ভাতা সহায়তা করে যাচ্ছেন প্রতিনিয়ত।