দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপি ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। বুধবার বিকেলে নানা আয়োজনে সজ্জিত এ মেলার আনুষ্ঠানিক সমাপনি ঘোষনা করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত¡রে মেলার সমাপনি পুর্ব আলোচনায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালকুদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা শেষে নিরাপদ দুরত্ব বজায় রেখে মেলায় অংশগ্রহনকৃত শ্রেষ্ঠ স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।