Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম / ২৪৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিন শিশু উন্নয়ন প্রকল্প ‘বিডি ৪০২ এর আওতায় ২৯৭জন স্পন্সর শিশুদের মাঝে খাদ্য সহায়তা, মশারী ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উৎরাইল বাজার সংলগ্ন নিজস্ব দপ্তরে এ সহায়তা সামগ্রী বিতরন করা হয়।

এর মধ্যে চাল, ডাল, তেল, লবন, সাবান, মশারী ও খাতা কলম বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোকাল সেন্টার এল.সি.সি. কমিটির চেয়ারম্যান প্লাস্টার স্নিগ্ধেন্দু বাউল, প্রকল্প ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা, এল সি. সি. সদস্য রেভাঃ স্টিফেন আশীষ রেমা, পাস্টার সমিরন রেমা, ডিঃ জেমস প্রবাল আরেং প্রমুখ ।

প্রকল্প ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা সাংবাদিকদের বরেন, মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উনয়ন প্রকল্প ‘‘বিডি ৪০২’’ মুলত তালিকাভুক্ত স্পন্সর শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এলাকার পিছিয়ে পড়া নানা ধর্ম ও বর্নের শিশুরা এ সুবিধা পেয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com