দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বুধবার রাতে শুরু হওয়া আধাঘন্টা ব্যাপি শিলাবৃষ্টি সহ বৈশাখী ঝড়ো হাওয়ায় উঠতি বোরো ফসল ও সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার প্রায় চারটি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে শীলা বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যায়। চন্ডিগড়, দুর্গাপুর, কুল্লাগড়া ও বিরিশিরি ইউনিয়নে বোরো ফসলের ক্ষতি হয়েছে। উপজেলার সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শহীদ খান জানান, এ বছর উপজেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। যে পরিমান শিলা বৃষ্টি হয়েছে, এতে ৩০% থোউর বের হওয়া ধানের ক্ষতি হওয়ায় সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমরা, তরমুজ, শাকসবজি আবাদ হয়েছে ৪ শত হেক্টর জমিতে এর মধ্যে ২৫% জমির উৎপাদিত পন্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওই এলাকার কৃষক আব্দাল হোসেন, অবনী কান্ত, আঃ মোতালেব, মোঃ ছোবাহান মিয়া বরেন, গত রাতে দুই থেকে আড়াইশ গ্রাম ওজনের শিল পরায় অনেক ধানের ফুল পড়ে গেছে। শিলা বৃষ্টির ফলে বোরো ফসলের অনেক ক্ষেতই ধানের পরিবর্তে চিটায় পরিনত হবে।