দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সরকারী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যত্রæম হাজং ভাষায় চালু করন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন আয়োজিত মঙ্গলবার দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্থানীয় উপজেলা শিল্পকলা একাডেমীর মিলনাতয়নে জাতীয় হাজং সংগঠনের সাধারন সম্পাদক পল্টন হাজংয়ের সঞ্চালনায় জাতীয় হাজং সংগঠনের সহ সভাপতি হরিদাস হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু তাহের ভূইয়া, একাডেমিক সুপারভাইজার মো: নাসির উদ্দিন, কাপেং ফাউন্ডেশন প্রতিনিধি উজ্জল আজিম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, হাজং নেত্রী সন্ধ্যা রানী হাজং প্রমূখ।
সেমিনার শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর মাধ্যমে শিক্ষা কার্যত্রæমে হাজং ভাষায় চালু করার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয় ।