দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকসাচালক তারা মিয়া। করোনা প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখার জন্য শনিবার বিকেলে আদিবাসী অধ্যুষিত দেবথৈল গ্রামের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
রিকশা চালিয়ে উপার্জিত টাকার অর্ধেক অংশ দিয়ে দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। তবে করোনার জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কিছুটা বাধা পরলেও থেমে নেই তার কার্যক্রম। এ সময়ে শিক্ষা সামগ্রী নিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন তারা মিয়া। শিক্ষার্থীকে সংক্রমণ থেকে দূরে রাখতে মাস্ক পড়িয়ে তার কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও নৈতিক শিক্ষা এবং করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে তাদের সাথে মতবিনিময় করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দেন। এর আগে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ভেপ্সা গরম থেকে রক্ষার জন্য একটি সিলিং ফ্যান ও একটি ফুটবল বিতরণ করেন। যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে বেড়ানোর সময় রাস্তায় রিকশা থামিয়ে মাক্স বিহীন মানুষদের মাঝে নিজের কষ্টের টাকায় কেনা মাস্ক বিতরণ করে চলেছেন প্রতিনিয়ত। বিগত আট বছর ধরে উপজেলার ৪০টিরও বেশি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা তারা মিয়া।
তারা মিয়া জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার বেশ আগ্রহ ছিলো তার। কিন্তু টাকার অভাবে সে পড়াশোনা করতে পারেনি। এখন আমি টাকা রোজগার করি কিন্ত পড়ালেখা করার বয়স নাই। যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, আমি তাদের মাঝে বই, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করছি। তাদের মাঝে এগুলো বিতরণ করতে আমার কস্ট হলেও ভালো লাগে। আমি চাই কোন শিক্ষার্থীর যেন, টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় ওই শিক্ষার্থীদের পাশে থাকতে পারি।