দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ধর্ম যার যার-উৎসব সবার’’ এই প্রতিপাদ্যে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ কে নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন দুর্গাপুর উপজেলা প্রশাসন। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় অনুষ্ঠিত দুর্গোৎসবের সার্বিক দিক নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মানেশ সাহা, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা শাহনুর-এ-আলম, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, এবার দুর্গাপুর উপজেলায় ৫২টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের ২৬টি নির্দেশনা মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন্যের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। সেই সাথে মাদক বা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।