Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে ‘‘শহীদ পরিবার সংগঠন’’ এর কমিটি গঠন

রিপোর্টারের নাম / ৩২৫ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে মহান মুক্তিযুদ্ধে নিহত ‘‘শহীদ পরিবারের সদস্যদের সাথে’’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি মো. আব্দুল হান্নান এ সভার আয়োজন করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কলেজ রোডে নিজ বাসভবনে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র শ. ম. জয়নাল আবেদীন, সাবেক ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সোহারাব হোসেন তালুকদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা জালাল উদ্দিন রব্বানী, সুসং সরকারি মহাবিদ্যালয় অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক রফিকুল ইসলাম সহ শহীদের পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্যা উপস্থিত ছিলো।

এই সময় শহীদ পরিবারের সদস্যা জানায়, ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন পাকবাহিনীর হাতে নির্বিচারে এই উপজেলার অনেক কেই হত্যা করা হয়েছে। এর মাঝে ৯৩ জন শহীদের নাম ইতোমধ্যে লিপিবদ্ধ কর হলেও এর বাহিরে অনেক শহীদ রয়েছে যাদের নাম এখন পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। সারাদেশে শুধুমাত্র ১৪ ডিসেম্বর তাদের স্বরণ করা হলেও সারা বছর ঐ সকল শহীদদের কোনো খোঁজ-খবর নেয়া হয় না। ফলে তাদের এই আত্ম ত্যাগের ইতিহাস অনেকটাই হারিয়ে যাচ্ছে। এই ইতিহাস পুনরুদ্ধার উদ্ধার করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে শহীদ পরিবারের সন্তান মো. আব্দুল হান্নানকে আহবায়ক করে “শহীদ পরিবার সংগঠন” নামে ১১ সদস্যা বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com