দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি গাড়ি উল্টে জাহাঙ্গীর (২০) নামের এক চালক নিহত হয়েছে। নিহত চালক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগর ইউনিয়নের, লাকমা গ্রামের জামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোমেশ্বরী নদীর ১নং বালু মহালের আগাড় ঘাট থেকে বালু নিয়ে যাওয়ার সময় বুধবার গভীর রাতে লরির সামনের চাকা উল্টে ঘটনাস্থলে চালক নিহত হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।