দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : খাদ্যর সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে পথ হারিয়েছে এক লজ্জাবতী বানর। আগাড় গ্রামের সোমেশ্বরী নদীর চর থেকে স্থানীয়রা আটক করে বানরটি কে। পরবর্তিতে বনবিভাগ ও বন্য প্রানী রক্ষাকারী সংগঠনের সহায়তায় রোববার সকালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে অবমুক্ত করা হয় এই বানরটিকে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রোববার সকালে খাদ্যর সন্ধানে বন ছেড়ে আগাড় গ্রামের বালুর চরে চলে আসে বানরটি। বানরটি দেখে স্থানীয় ছেলেমেয়েরা দৌঁড়াতে দেথে ওই গ্রামের আমিন খান প্রানীটিকে উদ্ধার করে স্থানীয় বন কর্মকর্তাকে ফোন দেন। ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন বন কর্মকর্তা সাইদুল ইসলাম ও উপজেলা প্রাণী রক্ষাকারী সংগঠন সেভ দ্যা এনিমেল অফ সুসংয়ের সদস্যগন। পরে সকলের সহায়তায় গোপালপুর বনে অবমুক্ত করা হয় বানরটিকে।