Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে লকডাউন মানা হচ্ছেনা, ঘটতে পারে মহাবিপর্যয়

রিপোর্টারের নাম / ৩০৪০ বার
আপডেট সময় :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ১:০০ অপরাহ্ন

দুর্গাপর(নেত্রকোনা)প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশ লকডাউন থাকলেও নেত্রকোনার দুর্গাপুর বালু মহালের শ্রমিকগন তা মানছে না। উপজেলার সকল বাজার গুলো ‘‘লকডাউন’’ শহরে পরিণত হওয়ার কথা থাকলেও কেউ তা মানছে না। প্রয়োজন ছাড়াই ঘোরাফিরা করছে অনেক মানুষ, চুপিসারে খোলাও রয়েছে অনেক দোকান।

এ নিয়ে শনিবার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, প্রশাসন, শহরের দোকান গুলোর সামনে নিরাপদ দুরত্ব বজায় রাখার চিহ্ন এঁকে দিলেও, ঘেষাঘেষি করে রয়েছে ক্রেতা ও বিক্রেতাগন। পুলিশ ও উপজেলা প্রশাসন নিয়মিত টহল দিলেও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেনা অনেকেই। শহরে সেনাবাহিনী আসার কথা শুনে এক শ্রেনীর মানুষ খুশি হলেও অখুশি হয়েছেন কিছু সংখ্যক ব্যবসায়িগন। অন্যদিকে উপজেলায় ৫টি বালু মহালে চলছে নিয়মিত শ্রমিকদের বালু উত্তোলন। বালু ঘাটে হাজারো শ্রমিক ঘেষাঘেষি করে রাতদিন চালিয়ে যাচ্ছে খনন কাজ। সেখানে প্রশাসনের কোন নিষেধাজ্ঞা বা লকডাউন নাই কেন এ নিয়ে নানা মহলে রয়েছে চাপা গুঞ্জন। বালু মহাল থেকে শতশত মিনি ট্রাক, লড়ি ও বড় ট্রাক লোড করে বালু নিচ্ছে প্রতিনিয়ত, সে ক্ষেত্রে লকডাউন বজায় রইলো কোথায় ? সারা দেশেই মানুষের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে। বালুবাহী ট্রাকের ড্রাইভার হেলপার অত্র এলাকায় আসা যাওয়ার কারনে দেখা দিতে পারে মহামারি। এছাড়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে দেশের বিভিন্ন এলাকা থেকে লোক আসছে অত্র এলাকায়। রাতেই ভাড়া মটরসাইকেল বা অটোরিক্সা যোগে গ্রামে ফিরে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম সাংবাদিকদের বলেন, সারাদেশে পন্যবাহী ট্রাক চলাচলে আপাতত কোন নিষেধাজ্ঞা নাই। যেহেতু অত্র এলাকায় বালুমহাল রয়েছে আর সেখানে শতশত গাড়ী চলাচল করছে। করোনা আতঙ্কের বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com