দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : করোনা ভাইরাস ব্যপকহারে বৃদ্ধি পাওয়ায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ উপলক্ষে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, লকডাউন অমান্য করে খাবার দোকান সহ বিভিন্ন দোকান খোলা রাখার অপরাধে দোকান মালিকদের ৫টি মামলা দিয়ে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রুয়েল সাংমা। এ রিপোর্ট লিখা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অব্যহত রয়েছে।