দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে রাস্তার অসমাপ্ত কাজ দ্রæত সম্পন্নের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সিরাজ মিয়া, সিপিবি উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, হাফেজ আবু তাহের,
ছাত্রইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি সাহান আলী, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান মোঃ আলতাবুর রহমান কাজল, স্থানীয় গন্যমান ব্যক্তিসহ প্রায় চারশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার ২৫কি.মি রাস্তা ডলি কন্ট্রাকশন নামক এক ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৩ বছর যাবৎ ঢিলেঢালা ভাবে কাজ শুরু করায় রাস্তার অনেকাংশের কাজ অসমাপ্ত থেকে যায়। এতে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ দুর্ভোগ লাঘবে উর্দ্ধতন কর্তপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।