দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ধর্ম যার যার-উৎসব সবার’’ এই প্রতিপাদ্যে আগত শারদীয় দুর্গাপুজা ও পৌরবাসীর চলাচলের সুবিধার্থে জেলার দুর্গাপুর পৌরসভায় স্থানীয় প্রেসক্লাব মোড় হতে ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত প্রায় ১ কিলো: রাস্তার সংস্কার কাজ দ্রুত সম্পন্ন্যের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এলজিইডি কে এ নির্দেশ দেন এমপি মানু মজুমদার।
ওই এলাকার কাজ পরিদর্শন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা পাভেল চৌধুরী সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি মানু মজুমদার বলেন, পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে প্রেসক্লাব মোড় থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত রান্তাটি দ্রুত সম্পন্ন্যের নির্দেশ দিয়েছি উপজেলা প্রকৌশলী দপ্তর কে। সেই সাথে পুজোয় সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে অনুরোধ জানিয়েছি। মাদক ও নারী নির্যাতনে কোন প্রকার আপোষ নয়। সেই দিক লক্ষ রেখে দলীয় নেতাকর্মীদের উপজেলা ও পুলিশ প্রশাসন কে সহায়তা করতেও নির্দেশ দিয়েছি।