দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী দশভূজা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ভক্তবৃন্দের অংশগ্রহনে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহনে রথ টেনে মন্দির প্রাঙ্গনে প্রদক্ষিণ শেষে দেশের বর্তমান করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ প্রার্থনা ও পুর্জা অর্চনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি বাবু ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, ভক্ত সুবল চন্দ্র দে, পরিমল ঘোষ প্রমুখ।