Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম / ১০৩ বার
আপডেট সময় :: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৬:২৩ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : হেফাজতে ইসলামের ডাকা আগামীকালের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ নেতাকর্মীরা। শনিবার রাতে দুর্গাপুর পৌর শহরের কলেজ রোড থেকে যুবলীগ নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলে বিক্ষোভ মিছিলটি বের করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

এ সময় উপজেলা যুবলীগ সভাপতি আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি পাভেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক শাহীন, সদর ইউনিয়ন আহবায়ক আহমদ, ছাত্রলীগ নেতা শামছুল হক সানি, বাকলজোড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজন, কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক বাবু, চন্ডিগড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ ।

কর্মসূচিতে তারা বলেন, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে। এর মাঝেও দুষ্কৃতীকারীরা এই উৎসব বিনষ্ট ও দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠেপড়া লেগেছে। এই সব দুষ্কৃতিকারীদের শক্ত হাতে মোকাবেলা করার জন্য আমরা যুবলীগের নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com