দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুবলীগ‘র সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা এর সঞ্চালনায় উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সদস্য বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগের সহ:সভাপতি সুমন চৌধুরী পাভেল, মামুনুর রশীদ, সাংস্কৃতিক সম্পদক মো. আল আমীন, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আহম্মদ মড়ল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের আহবান জানানো হয়।