দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে নানা আয়োজনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।
দিবসের মধ্যে পৌরসভার বিরিশিরি বদ্ধভুমিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, এএসপি (শিক্ষা নবিশ) সফিউল আজম সরকার, উপজেলা সহকারী কমিশনার ভুমি রুয়েল সাংমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খাঁন, পৌর মেয়র হাজী মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান আকঞ্জি, পারভীন আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি শহীদ পরিবারের সন্তান মোঃ আব্দুল হান্নান, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
অপরদিকে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে ‘‘আমাদের মুক্তিযুদ্ধ-আমাদের অহংকার’’ শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী অধ্যাপক গৌতম কুমার মল্লিক, মো. লিয়াকত আলী, প্রভাষক শারমিন সুলতানা তানি, লিপা আক্তার, আরিফুল ইসলাম, তোবারক হোসেন খোকন প্রমুখ।
শহীদদের আত্মার মাগফেরাত কামনা শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের জন্য আমাদের অনেক মুল্য দিতে হয়েছে। নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবি দিবসের সঠিক ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এছাড়া সন্ধ্যায় বিরিশিরি বদ্ধভূমি স্মৃতিসৌধে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জোলন করা হয়।