দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মান সম্মত শিক্ষা, মাদক, জুয়া, বাল্য বিবাহ ও ইভটিজিং নিয়ে এক ‘‘মা সমাবেশ’’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. মিজানুর রহমান। অন্যদের আলোচনা করেন এসএমসি‘র সভাপতি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্য বিবাহ ও ইভটিজিং দুর করতে হলে পরিবারে মায়ের ভুমিকা সবচেয়ে বেশী। সন্তানের প্রথম বন্ধু হলো তার মা। পরিবারে সন্তানের সকল ভালো মন্দ দেখভাল করতে মা-কেই এগিয়ে আসার আহবান জানান। সকল অপরাধ নির্মলে সহায়তা করতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান উপস্থিত সকলকে থানার মোবাইল নাম্বার প্রদান করেন।