দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে করোনা পরবর্তি মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বারমারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক চন্দন কুমার দাস এর কর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, এসএমসি সভাপতি মো. আজম দুলাল প্রমুখ।
মতবিনিময় সভায় করোনা পরবর্তি সকল মাধ্যমিক বিদ্যালয় গুলো খোলা হবার পর বঙ্গবন্ধু কর্ণার স্থাপন শতভাগ নিশ্চিত করণ, অফিসিয়াল সকলপ্রকার তথ্য সমৃদ্ধ করণ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানি এ বিষয়ে ডকুমেন্টারী তৈরী, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা ও নিয়মিত ড্যাশ বোর্ডে রিপোর্ট প্রদান, শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করণ, মনিটরিং জোরদার করণ, পাঠদানে উপকরণের ব্যবহার, সহপাঠ্য ক্রমিক কার্যক্রম নিয়মিত পরিচালনা, নৈতিক শিক্ষা প্রদান, অভিযোগ বক্স স্থাপন ও যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন সহ অন্যান্য সকল কার্যক্রম সচল রাখার প্রতি গুরুত্ব আরোপ করা নিয়ে আলোচনা করা হয়।