দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর পৌর সদরে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে তৃণমুল পর্যায়ে মাক্স, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সালাম। সোমবার পৌর সদরের মুজিব নগর, পুলিশ মোড় সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এসব দ্রব্যাদি বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী নওশাদ আলম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ স¤পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক কলি হাসান, সংশ্লিষ্ট কাউন্সিলর মোঃ মতিউর রহমান, শীতল চন্দ্র সরকার, মোঃ ইদ্রিস আলী প্রমূখ।
পৌর মেয়র বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। সে বিষয় গুলো চিন্তা করে দুর্গাপুর পৌর এলাকার মানুষকে সচেতন করতে আমার পৌর পরিষদের এ ক্ষুদ্র আয়োজন।