দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মহান বিজয় দিবস স্মরণে ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শত বর্ষের শত অনুষ্ঠান শীর্ষক কবিতা পাঠের আসরে ‘‘কবিতায় বঙ্গবন্ধু’’ এ প্রতিপাদ্যে স্থানীয় কবিদের নিয়ে এক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যদিয়ে এ আসর অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি‘র সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কবি আব্দুল্লাহ হক এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, কবি জীবন চক্রবর্ত্তী, লোকান্ত শাওন, অনিন্দ্য জসিম, দুনিয়া মামুন, আবুল কালাম আজাদ, সজিম সাইন, শফিউল আলম স্বপন, জোবায়ের হোসেন, জীবন নন্দী, আলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জাতি গঠনে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই। যে সমাজে যত সাহিত্য চর্চা কেন্দ্র গড়ে উঠবে ঐ সমাজ ততই কুলসিত মুক্ত থাকবে সেই সাথে গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। যে কোন অনুষ্ঠানে উপহার হিসেবে বই প্রদান করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।