দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ৮টি কিশোর-কিশোরী ক্লাবে নিয়োগ প্রাপ্ত জেন্ডার প্রমোটার, সঙ্গীত ও আবৃত্তি শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার দুপুরে সঙ্গীত শিক্ষক প্রিয়াঙ্কা সাহা`র সঞ্চালনায় মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন ইউএনও ফারজানা খানম। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক তোবারক হোসেন খোকন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটার শাহীন মিয়া।
প্রধান অতিথি বলেন, দায়িত্ববোধ নিয়ে যে কোন কাজ করা হউক না কেন, তার সফলতা আসবেই। কিশোর-কিশোরীদের সঙ্গীত ও কবিতা শেখানোর পাশাপাশি নৈতিকতা শিক্ষা নিয়েও আলোচনা করতে হবে। বর্তমান সরকার একটি নতুন প্রকল্পের মাধ্যমে এ কাজটি শুরু করছেন। সে লক্ষে সকলকে নিষ্ঠার সাথে প্রকল্পের কাজ করার আহবান জানান। এ সময় অন্যদের মধ্যে ৮জন সঙ্গীত শিক্ষক, ৮জন কবিতা আবৃত্তি শিক্ষক, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম সহ স্থানীয় গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।