দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন বিষয়ে এডভোকেসী ও পরিক্লাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে লিন্টু সরকার এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন ডা. তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি (তদন্ত) দুর্গাপুর থানা মীর মাহবুব আলম প্রমুখ। দুর্গাপুর উপজেলায় প্রায় ১৭৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।