দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল আযহা, অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৩হাজার ৬শত পরিবারে ভিজিএফ এর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা চত্বরে এ চাল বিতরণ করা হয়।
এ উপলক্ষে দুর্গাপুর পৌরসভার আয়োজনে ৩হাজার ৬শত পরিবারের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রেখে চাল বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পৌর প্রকৌশলী নওশাদ আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।