দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০ টাকা অটোভাড়া চাওয়াকে কেন্দ্র করে চরথাপ্পর ও ঘুষির দেয়ার দু‘দিন পর অবশেষে মারা গেলেন মোশারফ হোসেন (২২) নামে অটোরিকশা চালক। শনিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তিতে ময়মনসিংহে নেয়ার সময় মৃত্যুবরণ করেন। নিহত মোশারফ উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।
জানা যায়, মতি মিয়ার অটোরিক্সা মাঝে মধ্যেই চালাতো তার ছেলে মোশারফ। ভাড়া চালানো সময় ২০টাকা অটোভাড়া পেত ওই এলাকার নুর জামালের কাছে। গত ১৯ আগস্ট দুপুরে পাইকপাড়া মোড়ে নুর জামালের কাছে মোশারফের বকেয়া অটোরিকশা ভাড়া বাবদ ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নুর জামাল মোশারফকে চরথাপ্পর ও ঘুষি মেরে আহত করেন। ওই আঘাত নিয়ে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। মোশারফ শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসকার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকালে মারা যান মোশারফ।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখ জনক। মোশারফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।