দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুর পৌরসভার আয়োজনে পৌর শহরে ভাসমান বেঁদে সম্প্রদায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ২য় বারের মতো ৪০০শত প্র্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ সামগ্রী বিতরণ করা শুরু হয়।
করোনা ইস্যুতে গত প্রায় ১মাস পুরো এলাকা লকডাউন থাকায় বেঁদে সম্প্রদায় ও এলাকার নিম্ন আয়ের মানুষগন গৃহবন্ধি হয়ে যায়। এরই প্রেক্ষিতে মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে দুর্গাপুর পৌরসভা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর প্রোকৌশলী নওশাদ আলম, কাউন্সিলর নুরুল আক্রাম খান, মো. মানিক, বিপ্লব রেমা সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মেয়র আব্দুস সালাম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি সহ মানবতার সেবায় এই দুঃসময়ে দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে প্রায় ৪শত জন পিছিয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিম্ন আয়ের ওই পরিবার গুলো যেন ঘরের বাহির না হয়েও যাতে খাদ্য চাহিদা মেটাতে পারে সেইদিক লক্ষ্য রেখে দেশের এই ক্রান্তিলগ্নে গৃহবন্দি মানুষদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীদের আহবান জানান।