Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে ভারতীয় গরু ও ফেন্সিডিল আটক

রিপোর্টারের নাম / ৪০৯ বার
আপডেট সময় :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৩:০৭ অপরাহ্ন

দিগন্ত নিউজ ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু এবং ৫০ বোতল ফেন্সিডিল আটক করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগৎকুড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ওইসব গরু ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সুবেদার শাহ আলমের নেতৃত্বে ৯ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালনকালে ভারতীয় সীমানার প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া নামক এলাকা থেকে ১৬ টি ভারতীয় গরু এবং ৫০ বোতল ফেন্সিডিল আটক করে। গরু ও ফেন্সিডিল আটক করা সম্ভব হলেও চোরাচালান চক্রের কাউকেই আটক করা যায়নি।

বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক সাব্বির আহমেদ জানান, আটককৃত গরুগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে এবং মাদকদ্রব্যের বিষয়ে দুর্গাপুর থানায় জিডি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com