দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে আমজাদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে কেনো এক সময়ে এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পারিবারির সূত্রে জানা যায়, আমজাদ হোসেন দীর্ঘদিন যাবত ব্যাথা জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন পুর্বে তাকে ময়মনসিংহ নিয়ে ডাক্তার দেখানো হয়েছিল। আমজাদ হোসেনের স্ত্রী ঘটনার দিন তার বাবার বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। প্রতিদিনের দিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাঁকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে কেনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় রমজানের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে । এ দৃশ্য দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।