দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচীর অংশহিসেবে ডন বস্কো কলেজ এক বৃক্ষরোপন কর্মসুচীর আয়োজন করেছে। বুধবার বিকেলে এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড কতৃক গৃহিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ বত্তরে বৃক্ষরোপন কর্মসুচীতে অন্যদের মধ্যে, ময়মনসিনংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার ফ্রান্সিস গামালিয়েল, ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা সহ কলেজ পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন পুর্ব আলোচনায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. গাজী কামাল হাসান বলেন, শিক্ষার্থীদের সেবার মানসিকতা নিয়ে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হবে। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে মানবধর্মী শিক্ষায় নিজেকে গড়ে তোলার প্রতি শিক্ষকদের নজর দিতে হবে। ময়মনসিংহ শিক্ষা বোর্ড, নতুন বোর্ড হিসাবে এর জনবল কম থাকা সত্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বোর্ডের কাজে আরও গতিশীলতা আনতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।