Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে বীরমুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টারের নাম / ৫১৩ বার
আপডেট সময় :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ি, কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু (৭২) দীর্ঘদিন নানা ব্যধিতে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ২.৩৮মি. নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না …………. রাজিউন)।

শনিবার বিকেলে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাযার পুর্বে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পুলিশ প্রশাসন এই বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, ওসি শাহনুর এ আলম উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় সংসদ সদস্য মানু মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস ছালাম, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা: দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, বিশিষ্ট ব্যবসায়ি আলা উদ্দিন আলাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি, এনজিও সমন্বয় পরিষদ, বিভিন্ন ইসলামী মাদরাসা, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন গুলো শোক প্রকাশ করেছেন।

অপরদিকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি শহরের সকল দোকানপাট বন্ধ রাখেন। পরিশেষে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানিয়ে পৌর কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com