দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা শিক্ষক ফোরাম এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শনিবার বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে আলহাজ¦ মাফিজ উদ্দিন তালুকদার কলেজ মিলনায়তনে এএমটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে ‘‘সমাজ গঠনে শিক্ষকদের ভুমিকাই গুরুত্বপুর্ন’’ এ প্রতিপাদ্য নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ‘র প্রভাষক তোবারক হোসেন খোকন, মো. রুহুল আমীন, মো. শফিকুল ইসলাম, এএমটি কলেজ‘র প্রভাষক মো. রেজাউল করিম, সাবিকুন্নাহার, নুর আহাম্মদ সিদ্দিকী, চন্দ্র শেখর হাজং প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এ দিনটি বিশ্বব্যাপী একযোগে পালিত হয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ক্লাশ করতে পারে সে জন্য শিক্ষকগন নিরলস পরিশ্রম করে পাঠদান করে যাচ্ছেন। জাতি গঠনে সকল শিক্ষকদের এক যোগে কাজ করার আহবান জানানো হয়।