দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের অবহেলিত ফেচিয়া গ্রামের একতা বাজার এলাকায় প্রায় ৩শত ঘরের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন এমপি মানু মজুমদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সহ:সভাপতি মো. আলী আসগর, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুসং ডিগ্রি কলেজ এর অধ্যাপক ড. আব্দুর রাশিদ, ডিজিএম মো. দেলোয়ার হোসেন, এজিএম মো. ওয়াদুদ হোসেন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি পাভেল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল প্রমুখ।
বক্তার বলেন, ‘‘শেখ হাসিনার উদ্দ্যেগ-ঘরে ঘরে বিদ্যুৎ’’ এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দিয়েছেন। সেই লক্ষে দুর্গাপুরে ২০২০ সালের মধ্যেই শতভাগ বিদ্যুতায়িত করা হবে মর্মে ঘোষনা দেয়া হয়। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমপি মানু মজুমদার এর প্রচেষ্টায় বিদ্যুৎতায়ন করা হয়েছে। সরকারের এই উন্নয়নের কথা গুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান।