দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বিদুৎস্পৃষ্ট হয়ে মো. কিতাব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাইকুড়া গ্রামে নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিতাব আলী ওই ইউনিয়নের মৃত মাহমুদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিতাব আলীর বাড়ীর পাশ দিয়ে বিদুৎ এর মেইন লাইন সরবরাহ করা হয়েছে। ওইদিন দুপুরে বাড়ির পাশে বাঁশের ঝাড়ের সাথে গরু বাধতে গেলে ঝাড়ের ১াট বাঁশ ওই বিদ্যুৎ এর তারে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে পড়েন কৃষক কিতাব আলী। তার চিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে কে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। #