দিগন্ত ডেক্স : নেত্রকোণার দুর্গাপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক রিক্সা চালক মারা গেছেন।রিক্সাচালক আসাদ মিয়া (৩৬) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের আমজাদ আলীর ছেলে। রোববার রাতে শ্রীরামখিলা গ্রামে মৃতের নিজের বাড়িতে এই ঘটনা হয়।
দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, আসাদ মিয়া সারাদিন জমিতে কৃষি কাজ করে বিকেলে নিজের ব্যাটারি চালিত অটোরিকশাটি পানি দিয়ে পরিস্কার করেন । পরে রাত ৮ টার দিকে নিজ বসতঘরের ভিতরে রিক্সাটি চার্জ দিতে বিদ্যুতের সংযোগ দিচ্ছিলেন। এসময় অসাবধানতা বশত: তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। সাথে সাথে ঘরে থাকা অন্যরা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে আসাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষনা করেন।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনার তদন্ত করে মযনাতদন্তছাড়াই আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।