দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হাবিবুল্লাহ (২৩) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চন্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ একই গ্রামের নারায়ন সরকারের নতুন ঘরের ওয়ারিং এর কাজ করছিলো। কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর ব্যপারে কোন অভিযোগ না থাকলে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তার পরিবারের কাছে হসান্তর করা হবে।