দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘হৃদয়ে আমার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়।
এ উপলক্ষে বুধবার রাতে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন, কৃষি অফিসার এ এল এম রেজুয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত অফিসারবৃন্দ সহ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।