দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে‘র হ্যালো আইএম প্রকল্পের সাথে বাল্যবিবাহ, ঝড়েপড়া রোধ বিষয়ে কাজী ও ঘটকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএসকে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর উপজেলায় কর্মরত কাজী, ঘটক, ধর্মীয় নেতা, পুরোহিত, অভিভাবক, শিক্ষার্থী ও কমিউনিটি সেচ্ছাসেবকদের উপস্থিতিতে প্রকল্প সহযোগি মজিবুর রহমান নয়ন এর সঞ্চলনায় আলোচনা করেন প্রজেক্ট অফিসার রুপন কুমার সরকার। অন্যদের মধ্যে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার (ইউবিআর) কাজী হুমায়ুন কবীর, মনিটরিং অফিসার আকরামুল হক, দুর্গাপুর মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব ফাতেমা তুজ যোহরা, কাজী সমিতির সভাপতি মো: আ: কুদ্দুস বেলালী, পুরোহিত নির্মল গোস্মামী, কিশোরী নেটওয়ার্ক সদস্য শম্পা আক্তার, অভিভাবক নেটওয়ার্ক সদস্য সাদ্দাম হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, বাল্য বিয়ে এখন একটি সামাজিক অভিশাপ। এ থেকে আমাদের সন্তানদের রক্ষা করা আমাদের নৈতিক অধিকার। এ ক্ষেত্রে কাজী, ঘটক, ধর্মীয় নেতা, পুরোহিত, অভিভাবকদের সচেতনতা এখন সময়ের দাবী। এ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।