তোবারক হোসেন খোকন. দুর্গাপুর(নেত্রকোনা) থেকে : জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও মাদক বিরোধী জনসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের সর্বস্তরের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সমাজসেবা সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা প্রশাসক নেত্রকোনা মঈনউল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) দুর্গাপুর সার্কেল সফিউল আজম সরকার, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক, ডিএসকে প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।