দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ৩নং বালু মহাল এলাকায় বাংলা ড্রেজারে বালু উত্তোলনের সময় বালুর গর্তে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল বালুঘাটে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সবুজ মিয়া (৩২) পৌরসভার খরস গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো নিজের ড্রেজারে বালু তুলতে যান সবুজ মিয়া। বালু উত্তোলনের সময় ড্রেজারের উপরের অংশে দাঁড়িয়ে কাজ করতে ছিলেন তিনি। হঠাৎ উপর থেকে বালুর স্তুপের নিচে পড়ে যান সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে আসার পথে মারা যান। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর-এ আলম এ প্রতিবেদককে জানান, বালু ধসে শ্রমিক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থল ও দুর্গাপুর সরকারি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।