দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি মহাবিদ্যালয়ের উদ্দ্যেগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা- ০১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ:সভাপতি উসমান গনি তালুকদার, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি সুমন চৌধুরী পাভেল সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের ২৩টি বিষয়ের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পুর্বে কলেজ এর নামে ওয়েবসাইড উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই। দেশ ও জাতি গঠনে উপস্থিত শিক্ষকদের, কোমল মতি শিক্ষার্থীদের প্রতি ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা ও পড়াশুনার মান উন্নয়নে আরো শ্রম দেয়ার জন্য অনুরোধ জানান।