দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুর পৌরসভার আয়োজনে পৌর শহরের বিভিন্ন কাপড়ের দোকানে কর্মরত শ্রমিকদের দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌর চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ইস্যুতে প্রায় দেড়মাস পুরো এলাকা লকডাউন থাকায় কাপড়ের দোকানে কর্মরত শ্রমিকগন গৃহবন্ধি হয়ে যায়। এরই প্রেক্ষিতে নিরাপদ দুরত্ব বজায় রেখে দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে খাদ্যসহায়তা হিসেবে প্রায় ১৫০জনের মধ্যে চাল বিতরণ করা হয়। এ সময় পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, পৌরপ্রকৌশলী নওশাদ আলম, স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার অন্যান্য কর্মচারীগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।