দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত শফিকুল (২৬) ওই গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ভোরে ধান ক্ষেতের পানি আটকাতে ক্ষেতের আইল বাঁধতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বেশ কিছুক্ষন সময় বাড়ি না ফেরায় তার বাবা আকবর আলী শফিকুল কে খুজতে বের হলে, ধান ক্ষেতের পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে তার বাবার ডাক-চিৎকারে লোকজন গিয়ে মৃত শফিকুলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।