দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে মুক্তা বেগম (১৫) নামের এক শিক্ষার্থী নিহত ও অপর তিনজন আহত হয়েছে। শনিবার বিকেলে নিহতের ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী কুল্লাগড়া ইউনিয়নের ভূলিপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে। সে রানীখং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে একসাথে চার সহপাঠী বাসা থেকে বের হয়, কিন্ত ভবদেবপাড়া নামক স্থানে আসলে বজ্রপাতে ঘটনাস্থলে মুক্তা বেগম নিহত হয় ও অপর তিনজন আহত হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।